পণ্যবাহী জাহাজ ও_টি_সাংহাই_৮ শনিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। রাত ১’৪৫ মিনিটে পাম্প রুম বিস্ফোরণ হয়ে আটজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন সুকানি, একজন ডেক টেন্ডলের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডান দিকের বাতাস থাকায় আগুনের লেলিহান শিখা বাম দিকে চাপতে থাকে এবং বাম পাশের নিচতলার সমস্ত কেবিন পুড়ে যায়। এসময় সাংহাই ৬ জাহাজটি ডানপাশে বাঁধা থাকাতে লাফ দিয়ে সবাই উক্ত জাহাজে আশ্রয় নিতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।