1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি লুব্রিকেন্ট আমদানিতে বাড়তি শুল্কায়নে ডলার পাচার বাড়বে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক ওসমান আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

সড়ক পথে নৈরাজ্য কমবে আইনের কঠোর বাস্তবায়নে : ইলিয়াস কাঞ্চন

অাজিজুল পারভেজ
  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২০

ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন মনে করেন, সড়কে আমাদের সন্তানদের জীবন দানের প্রতি এবং সেই সময়ে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের প্রতি সম্মান দেখাতে চাইলে সড়ক পরিবহন আইন দ্রুত কার্যকর করতে হবে।  সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে আমরা নিরাপদ সড়কের দাবিতে কাজ করে আসছিলাম। কিন্তু কেউ কর্ণপাত করছিল না। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন বিশাল একটা নাড়া দিয়েছিল। সবাই সমর্থন দিল। সব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি মিলেছিল। প্রধান দাবি ও প্রতিশ্রুতি ছিল সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, যে দাবিতে আমরা ২০১২ সাল থেকে কাজ করে আসছি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে দ্রুত আইনটি পাসও হলো। সেটি কার্যকর করার জন্য নির্দেশনাও দেওয়া হলো। কিন্তু পরক্ষণেই দেখলাম সবাই সব প্রতিশ্রুতি ভুলে গেছে। নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। আমি মনে করি, এত কিছুর  পর যে আইনটি হলো সেটি যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয় তাহলে আমাদের যে সন্তানরা জীবন দিয়েছে, যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, তাদের জীবন দান ও আন্দোলন সার্থক হবে।’

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও রাজীব বাসচাপায় হত্যার শিকার হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে দেশ তোলপাড় করা এক অভূতপূর্ব আন্দোলন গড়ে তুলেছিল শিক্ষার্থীরা। সেই আন্দোলনের বর্ষপূর্তিতে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মুখোমুখি হয় কালের কণ্ঠ।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক পরিবহন আইন বাস্তবায়ন না হওয়ার কারণেই সড়কে নৈরাজ্য বন্ধ হয়নি। সড়ক দুর্ঘটনা বন্ধ হয়নি।’ রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রয়াত মেয়র আনিসুল হকের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলে মনে করেন কাঞ্চন। তিনি বলেন, ‘রাজধানীতে চলাচলকারী বাসগুলো নির্দিষ্ট কয়েকটি কম্পানির আওতায় এনে পরিচালনা করা হলে অসুস্থ প্রতিযোগিতা, যত্রতত্র বাস থামানো বন্ধ হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি যানজটও কমে আসবে। মানুষের কর্মঘণ্টাও বেঁচে যাবে।’

পরিবহন সড়ক আইন বাস্তবায়িত না হওয়া এবং সড়কে নৈরাজ্য বন্ধ না হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম কথা হলো আপনি নৈরাজ্য বন্ধ করতে চান কি না সেটা। সেই চাওয়াটা আন্তরিকতার সঙ্গে চান কি না। যদি চান তাহলে কোনো বাধা বাধা হতে পারে না। সড়কে নৈরাজ্য বন্ধ করতে হলে রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে। নৈরাজ্য বন্ধের দায়িত্বটা সরকারকেই নিতে হবে। পরিবহন সেক্টরের নেতা ও সংগঠনগুলোকে একটা শৃঙ্খলায় আনতে হবে। সরকারের এই উদ্যোগের সঙ্গে সারা দেশের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সংগঠনকে সম্পৃক্ত করতে হবে; যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা হলে তাঁরা ব্যবস্থা নিতে পারেন।’

সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আমরা জাতিগতভাবে অনিয়ম করতে করতে এটা মজ্জাগত ব্যাপার হয়ে গেছে। আইন না মানার শাস্তি নিশ্চিত করলে ৯০ ভাগ মানুষ সেটা মানবে।’

ট্রাফিক নিয়ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেও তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ সম্পর্কে কাঞ্চন বলেন, ‘পাঠ্যপুস্তকে বিষয়টি কিভাবে আসতে পারে তার জন্য আমরা বুয়েট, বিআরটিএ, ব্র্যাকসহ সংশ্লিষ্টরা বসে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছি ২০১২ সালে। আমরা শুনেছি, কয়েকটি বইয়ের অনলাইন সংস্করণে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের দাবি, দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে যেন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।’ সূ্ত্র : কালের কণ্ঠ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT