গাবতলী যাওয়ার পথে কল্যাণপুর এলাকা থেকেই শুরু হয় যাত্রীদের চাপ। কল্যাণপুর এলাকায় মূলত উত্তরবঙ্গের গাড়ির সব টিকিট কাউন্টার। এখানে যাত্রীদের বেশ ভিড় দেখা গেলেও কাউন্টার ম্যানেজাররা বলছেন, ঈদ হিসেবে যাত্রী অনেক কম। তবে কল্যাণপুরে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা আফজাল জানান, তাদের টিকিট বিক্রি সব শেষ। এখন যারা যাত্রী আসছেন, তাদের টিকিট আগেই কাটা।
গাবতলী টার্মিনালে প্রবেশের আগেই পাটুরিয়াগামী গাড়ির স্ট্যান্ড। সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষমাণ দেখা গেছে। গাড়িগুলো যাত্রী বোঝাই করে স্ট্যান্ড থেকে বের হচ্ছে। এ সময় পাটুরিয়াগামী বেশ কয়েকটি গাড়ির চালকের সঙ্গে কথা বলতে চাইলেও সাংবাদিক পরিচয় শুনে তারা কথা বলতে রাজি হননি।
গাবতলী বাস টার্মিনালে প্রবেশ করে অনেক যাত্রীকেই দেখা যায় বাসের জন্য অপেক্ষমাণ। এখানে বেশিরভাগ কাউন্টারই দক্ষিণবঙ্গগামী বাসের। কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা যায়, যাদের যাত্রী আছে, তাদের বাসের টিকিট নেই। আবার টার্মিনালের ভেতরে অনেক বাসই আছে যাত্রীর অপেক্ষায়।
গাবতলী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের কর্মকর্তা ইয়াসিন জানান, তাদের টিকিট ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এখন আর কোনও সিট খালি নেই। টিকিট না থাকার কথা জানান বরিশালগামী সাকুরা পরিবহন, মাগুরাগামী ঈগল পরিবহন, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনাগামী বাসের কাউন্টারগুলো।
এদিকে বাস ছাড়াও মোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছেন অনেকেই। এমন দৃশ্য দেখা যায় গাবতলী এলাকায়।
Leave a Reply