ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি ইন্ডিয়া (এমএসআই) শনিবার সেলস রিপোর্ট প্রকাশ করেছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে মারুতির মোট বিক্রয় ১.১ শতাংশ কমেছে। এ মাসে ১লাখ ৮হাজার ৬৪ ইউনিট গাড়ি বিক্রি করেছে মরিুতি।
মারুতি সুজুকি ইন্ডিয়া (এমএসআই) এক বিবৃতিতে জানায়, সংস্থাটি গত বছরের জুলাই মাসে ১লাখ ৯হাজার ২৬৪ ইউনিট বিক্রি করেছিল।
দেশীয় বিক্রয় যাই হোক, গত মাসে ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১লাখ ১হাজার ৩০৭ ইউনিট হয়েছে, যা জুলাই ২০১৯ সালে ১ লাখ ৬ ইউনিট ছিল।
অল্টো এবং ওয়াগনআর সমন্বিত মিনি গাড়ি বিক্রয় হয়েছে ১লাখ ১৭ হাজার ২৫৮ ইউনিট, যা গত বছরের একই মাসে ১১,৫৭৭ ইউনিট ছিল, যা ৪৯.১ শতাংশ বেড়েছে।
Leave a Reply