নিহতরা হলেন- ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বাথানীয়া গ্রামের করিমবক্স পাটোয়ারী বাড়ির বাসিন্দা মোটরসাইকেলের চালক হানিফ ওরফে হানু মিয়া (৪৫) ও আরোহী মোহাম্মদ হারুন অর রশিদ (৫০)।
পরিদর্শক আসাদুজ্জামান জানান, কুমিল্লাগামী তিশা প্লাস নামের যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ ওরফে হানু মিয়া মারা যান। হারুন অর রশিদকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল পাঠানো হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়; কিন্তু পথেই তিনি মারা যান।
বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড ফেনী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সাহাব উদ্দিন জানান, টেকনিশিয়ান মোহাম্মদ হারুনুর রশিদ বিশ্বাসের বাড়ি মাগুরা জেলায়। দুইমাস আগে বদলি হয়ে হারুন ফেনীতে যোগ দেন। অপর নিহত হানিফ ওরফে হানু মিয়া ফিটার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বাস চালক পালিয়ে যায়। এ ঘটনায় ফেনী মডের থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাদের দিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply