ঈদের তৃতীয় দিনেও রাজধানীর রাজপথ অনেকটা ফাঁকা। সড়কে যানবাহনের সংখ্যা খুবই কম। ঘরবন্দী নগরবাসী আজও ঈদের ছুটির আমেজে আছেন। তবে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি তাদের অনেকে সকাল থেকে রাজধানীর টার্মিনাল ও বাসস্টপগুলোতে আজও ভিড় করছেন।
এদিকে রাজধানীর কাঁচাবাজার, দোকানপাট খুলেনি। গলির মোড়ে দু’একটি স্টেশনারী দোকান খুললেও অধিকাংশ দোকান বন্ধ রেখেছেন সবাই। কাঁচা বাজারেও একই অবস্থা। উত্তরা ৩নম্বর সেক্টরের বাসিন্দা আবুল কালাম আজাদ খান জানান, ঘরে সবজি ফুরিয়ে গেছে। সকালে আশে পাশে কোথাও সবজি পেলাম না। বিডিআর মার্কেটে গিয়ে দেখি, হতে গোনা সাত-আটটা দোকান খোলা। প্রতিটি সবজির দামই চড়া। ৬০ টাকার নিচে কোন সবজি নেই। করল্লার কেজি ১০০ টাকা। তবে ঈদের আগের দিনের চেয়ে ৭০ টাকা কমেছে শসার দাম। ঈদের আগে শসার দাম বাড়তে বাড়তে কেজি ১৫০ টাকায় উঠেছিল। আজ সকালে প্রতি কেজি ৮০ টাকা চেয়েছে। তারপরও কেনার সাহস পাইনি। তিনি বলেন, হুজুগে মেতে উঠার কোন কারণ নেই। দাম কমলে কিনবো। লোকজন পাগলের মতো কিনছে বলেই এক কেজি শসা ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়।
Leave a Reply