করোনার পর জুলাই পর্যন্ত টানা চারমাস গাড়ি বিক্রি বৃদ্ধি অব্যাহত রয়েছে চীনে। গতবারের তুলনায় এবার জুলাইয়ে মোটরগাড়ি বিক্রি বেড়েছে ১৬.৪ শতাংশ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির মোটরগাড়ি নির্মাণশিল্প সংস্থা ক্যাম।
ক্যাম জানায়, গেলো বছরের ডিসেম্বরে করোনার উপদ্রব দেখা দিলে আরোপ করা হয় লকডাউন। চরম ক্ষতিগ্রস্ত হয় নির্মাণশিল্প প্রতিষ্ঠান। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারের এ দেশটিতে জুলাইয়ে মোটরগাড়ি বিক্রি বেড়ে দাঁড়ায় ২.১১ মিলিয়ন এককে। তবে গেলো বছরের তুলনায় চলতি বছরের প্রথম সাতমাসে বিক্রি কম হয় ১২.৭ শতাংশ। এদিকে দেশটিতে সরকারি বিভিন্ন প্রণোদনা প্যাকেজ হাতে নেওয়ায় জুলাইয়ে ট্রাক ও অন্যান্য বাণিজ্যিক গাড়ি বিক্রি বেড়েছে ৫৯.৪ শতাংশ। তবে ব্যক্তিগত গাড়ি বিক্রি বেড়েছে ৮.৫ শতাংশ। সংস্থাটি জানায়, করোনার দ্বিতীয় সংক্রমণ বৃদ্ধির প্রভাব এরইমধ্যে পড়তে শুরু করেছে। আমাদের প্রত্যাশা, চলতি বছরে গাড়ি বিক্রি কমে যাবে ১০ শতাংশ। তবে করোনা পরিস্থিতি অবনতির দিকে গেলে পতন নেমে আসতে পারে প্রায় ২০ শতাংশে।
ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ নামিদামি গাড়িশিল্প প্রতিষ্ঠান চীনের ইলেকট্রিক মোটরগাড়ি প্রকল্পে বিনিয়োগ বাড়িয়েছে। তবে গেলো ১২ মাসে টানা ধস দেখেছে প্রতিষ্ঠানগুলো। জুলাইয়ে ১৯.৩ শতাংশ ধসে বিক্রি দাঁড়িয়েছে ৯৮ হাজার একক। রয়টার্স।
Leave a Reply