চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে বিদেশি জাহাজের ধাক্কায় একটি গ্যান্ট্রি ক্রেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে এমভি মাউন্ট ক্যামেরন নামের জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ার সময় এর ধাক্কায় ক্রেইনটি ক্ষতিগ্রস্ত হয়। কন্টেইনারবাহী জাহাজটি বন্দরের বর্হিনোঙ্গর থেকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে ভেড়ার জন্য এসেছিল।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, “এমভি মাউন্ট ক্যামেরন জেটিতে ভেড়ার আগে ঘোরানোর সময় ৮ নম্বর গ্যান্ট্রি ক্রেইনকে ধাক্কা দিলে এটি ক্ষতিগ্রস্ত হয়। এটি দিয়ে বর্তমানে কন্টেইনার হ্যান্ডলিং বন্ধ রয়েছে।” চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি জেটি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের আধুনিক যন্ত্র কি গ্যান্ট্রি ক্রেইন রয়েছে ১৪টি। এমভি মাউন্ট ক্যামেরন নামের জাহাজটি বর্তমানে এনসিটি-৫ জেটিতে রয়েছে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বন্দর সচিব জানান, দুর্ঘটনা তদন্তে বন্দরের ডক মাস্টারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
Leave a Reply