জার্মান শিপিং জায়ান্ট হাপাগ-লয়েড আগামী ১ সেপ্টেম্বর অর্ধ শত বছর পার করবে। বিশ্বখ্যাত এই শিপিং কোম্পানি এখন থেকে প্রায় ৫০ বছর আগে ১৯৭০ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর জার্মানির হামবুর্গে। 
হ্যাপাগ-লয়েড শিপিং কোম্পানির কর্মচারির সংখ্যা বর্তমানে প্রায় ১৩ হাজার। সারাবিশ্বে ছড়িয়ে রয়েছে এই শিপিং কোম্পানির ব্যবসা। টিইউই গ্রুপের এই শিপিং কোম্পানিকে ২০১৪ সাল থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুলফ হ্যাবেন জেনসন। গত জুনে করা আলফা লাইনারের তালিকা অনুযায়ী হাপাগ-লয়েড বিশ্বের শীর্ষ ৩০ কন্টেইনার শিপিং কোম্পানির মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। এই কোম্পানির ২৩৭টি কন্টেইনারবাহী জাহাজ রয়েছে। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে তাদের মার্কেট শেয়ার বর্তমানে ৭ দশমিক ২ শতাংশ। পরিবহন জগত পরিবার হ্যাপাগ-লয়েড শিপিং কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকীতে সার্বিক সাফল্য কামনা করছে।
Leave a Reply