বন্দর নগরীতে ওয়েল্ডিং করার সময় একটি লরির জ্বালানি তেলের ট্যাংকের বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারি পরিচালক আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। নিহতরা হলেন আরমান, মোক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারি, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উপ-সহকারি পরিচালক আলী আকবর পরিবহন জগতকে বলেন, লরি থেকে খুলে ডিজেলের ট্যাংকটি ওয়েলডিং করার সময় এর ভেতরে থাকা ডিজেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লেগে যাওয়ার পর ট্যাংকটি বিস্ফোরিত হলে নিহতদের গায়ে জ্বলন্ত ডিজেল গিয়ে পড়ে। এতে আগুনে পুড়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
Leave a Reply