একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন পত্রিকার সম্পাদক, রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল সম্পাদক, সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুল (৭৮) আর নেই। গতকাল দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে খন্দকার মোস্তফা সরওয়ার অনু। গোলাম মোস্তফা বাটুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। বিকাল ৪টায় প্রেস ক্লাবে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। পরে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply