হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অ্যাপ্রোনের বিশাল অংশ দখল করে রাখা পরিত্যক্ত উড়োজাহাজগুলো ঠেলে সরানোর কাজ চলছে। বৃহস্পতিবার পর্যন্ত ১২টি বিমানের মধ্যে তিনটি সরানো হয়েছে।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, চারটি বেসরকারি এয়ারলাইন্সের ১২টি উড়োজাহাজ বিমানবন্দরের কার্গো অ্যাপ্রোন এলাকায় কয়েক বছর ধরে পড়ে ছিল। এতে কার্গো আমদানি পণ্য নিয়ে বিপাকে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচএম তৌহিদুল আহসান বলেন, উড়োজাহাজগুলোর চাকা সচল থাকায় ঠেলে ঠেলে সরিয়ে বিমানবন্দরের নবনির্মিত ভবনের পাশে রাখা হয়েছে।
Leave a Reply