তখন বাংলাবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আমি। অনেক স্বপ্ন নিয়ে আজকের কাগজ ছেড়ে যোগ দিয়েছি এই নতুন দৈনিকে। নতুন কাগজ, নতুন উদ্দীপনা। সার্কুলেশন বাড়ছিল হু হু করে। বাড়তি খরচের সঙ্গে সম্পাদক মতিউর রহমান চৌধুরী কুলোতে পারছিলেন না। পত্রিকা বিক্রি হলো। সেখানে ১৯৯৪ সালে যোগ দিলেন নতুন বার্তা সম্পাদক আহমেদ ফারুক হাসান। টগবগে তরুন কবি। কিন্তু রাগ একটু বেশি। শুরুতে খুব একটা বনিবনা না হলেও পরিবহন জগত করার তাড়নায় ১৯৯৫ সালের শেষে বাংলাবাজার পত্রিকা ছেড়ে আসার আগে দারুণ খাতির হয়েছিলো ফারুক ভাইয়ের সঙ্গে। সখ্য এমন পর্যায়ে চলে গিয়েছিল একসঙ্গে সিগারেটও খাওয়া হতো। প্রচন্ড মেধাবী আহমেদ ফারুক হাসান আমাদের রেখে একা একা চলে গেলেন না ফেরার দেশে।
২০০৯ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুকালে তিনি ছিলেন দৈনিক যুগান্তর-এর উপসম্পাদক (বার্তা)।১৯৬২ সালের ১০ মে আহমেদ ফারুক হাসান চাঁদপুরের ফরিদগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৬ মে দৈনিক আজাদ-এর মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৯১ সালে তিনি আজকের কাগজ-এর বার্তা সম্পাদক হন। পরে তিনি বাংলাবাজার পত্রিকা, মানবজমিন ও সমকাল পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ছয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রিয় সহকর্মী কবি-সাংবাদিক আহমেদ ফারুক হাসানের মৃত্যুবার্ষিকীতে পরিবহন জগত পরিবার গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
Leave a Reply