1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে

কল দিলেই পৌঁছে যাবে বিনামূল্যের ‘হ্যালো অ্যাম্বুলেন্স’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ফোন করলেই হাজির হয়ে যাবে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’। পৌঁছে দিবে হাসপাতালে। এজন্য কোন টাকাও দিতে হবে না। দেশে প্রথমবারের মতো থানার মাধ্যমে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এসেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা। শনিবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ নামের এই সেবার উদ্বোধন করা হয়েছে। করোনাজয়ী এক মা কোতোয়ালি থানা এলাকার মানুষের জন্য এই উপহার দিয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার মো. মাহাবুবর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সময় কোতোয়ালি থানার নব নির্মিত গেটেরও উদ্বোধন করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হ্যালো অ্যাম্বুলেন্স’ ও গেট উদ্বোধনের পাশাপাশি পুলিশ কমিশনারের করোনা জয় এবং বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করে কোতোয়ালি থানা। এছাড়া পুলিশের কার্যক্রমকে সহযোগিতার জন্য অনিতা চৌধুরী এবং প্রণত মিত্রকেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনারের করোনা জয় নিয়ে দেখানো হয় বিশেষ ডকুমেন্টারি।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কমিশনার মাহবুবুর রহমান প্রধান। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবর রহমান বলেন, জন্ম থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সম্পর্কে নেতিবাচক যে ধারণা দেখেছি, তা যদি কিছুমাত্র কমানো যায় সেই চিন্তা থেকে করোনাকালে আমাদের মানবিক কার্যক্রম। আমরা করোনাকালকে বেঁচে নিয়েছিলাম, এই দূরত্ব কমানোর একটা সুযোগ হিসেবে। কাজ করতে গিয়ে সিএমপিসহ সারাদেশের অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, আমিও আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা বেশিরভাগ সদস্যই সুস্থ হয়েছি। নগরবাসীদের অনেকেও আক্রান্ত হয়েছেন। প্রথমদিকে যে অব্যবস্থাপনা ছিল সার্বিকভাবে সরকারের নজরে আসার পর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ইতিমধ্যে সমস্যাগুলো অনেকাংশে কমেছে। ভালো কাজের মাধ্যমে যদি পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করা যায় সেটিই একজন অফিসার হিসেবে আমার প্রাপ্য, আমার কাম্য।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ০১৭৬৯৬৯৫৬৬৫ বা ০৩১৬১৯৯২২ নম্বরে ফোন করলে বাসায় পৌঁছে যাবে বিনামূল্যের ‘হ্যালো অ্যাম্বুলেন্স’। আপাতত কোতোয়ালি থানা এলাকাতেই পাওয়া যাবে এই সেবা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT