বিশ্বের নামিদামি ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রির জন্য ফেসবুকে ছবি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ফাহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ মধ্য পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, একটি ফেসবুক পেজের মাধ্যমে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের মোডিফায়িং মোটরসাইকেল বিক্রির জন্য পোস্ট ও ছবি আপলোড করত ফাহাদ। ফেসবুকে মোটরসাইকেলের ছবি দেখে কেনার জন্য আগ্রহী হন মিরপুরের মধ্য পাইকপাড়ায় ইমতিয়াজ নামে এক ব্যক্তি। পরে তিনি ফাহাদের সঙ্গে যোগাযোগ করেন। মোটরসাইকেলের জন্য গত ৩০ আগস্ট ফাহাদকে এক লাখ ২৯ হাজার টাকা দেন ইমতিয়াজ। পরে মোটরসাইকেল দিতে টালবাহানা শুরু করে ফাহাদ। এ ঘটনায় ইমতিয়াজ বৃহস্পতিবার মিরপুর থানায় মামলা করেন।
ওসি আরও বলেন, ফাহাদ এমন অনেকের কাছ থেকেই মোটরসাইকেল বিক্রির নামে টাকা হাতিয়ে নিয়েছে।
Leave a Reply