বরেণ্য শিক্ষাবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নোমানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রফেসর নোমান স্মৃতি ফাউন্ডেশনও দিবসটি উপলক্ষে বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’ ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণপদক’সহ বহু পুরস্কার পেয়েছেন অধ্যাপক নোমান। তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply