বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। দিনটিকে ডায়াবেটিস সেবা দিবস হিসেবে প্রতিবছর পালন করে আসছে বাডাস।
এ বছর করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দিবসটি উপলক্ষে ভিন্নভাবে দু’দিনের কর্মসূচি গ্রহণ করেছে বাডাস এবং এর সব অঙ্গ প্রতিষ্ঠান। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া গতকাল শনিবার থেকে দু’দিনব্যাপী বাডাস ভার্চুয়াল ডায়াবেটিস কনফারেন্স শুরু হয়েছে। এতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন-আইডিএফ বর্তমান সভাপতি অধ্যাপক অ্যান্ড্রু বলটন ও আইডিএফের সভাপতি অধ্যাপক আখতার হোসেন ছাড়াও বক্তব্য দেবেন অধ্যাপক আমর ব্যানার্জি, অধ্যাপক এম এ বাসিত, অধ্যাপক তৃষা ডানিং, ডা. ডগলাস ভিলারয়েল, ডা. দেবাশীষ বসু প্রমুখ। অধ্যাপক এ কে আজাদ খান, অধ্যাপক জাফর আহমেদ লতিফ, অধ্যাপক ফারুক পাঠান, অধ্যাপক তোফায়েল আহমেদসহ বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, বিআইএইচএস, এনএইচএনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও এতে অংশ নেবেন।
Leave a Reply