দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরীর জন্মদিন আজ ।তার নেতৃত্বে দেশ সেরা শিল্পদ্যোগ প্রাণ-আরএফএল গ্রুপ আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)’র ছেলে আহসান খান চৌধুরী ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। ৪৭ বছর বয়সী আহসান খান ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
১৯৮১ সালে প্রাণ-আরএফএল গ্রুপ যাত্রা শুরু করে। তখন থেকেই গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। ২০১৫ এর ৮ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এই বৃহৎ শিল্প পরিবারের নেতৃত্বে রয়েছেন আহসান খান চৌধুরী। জন্মদিনে পরিবহন জগত পরিবার তার সাফল্য প্রশান্তি ও সুস্বাস্থ্য কামনা করছে।
Leave a Reply