অবশেষে ১৬৯ দিন অবশেষে শুরু হল দিল্লি মেট্রোর পরিষেবা। সেজন্য কড়া করোনাভাইরাস সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে। প্রতিটি স্টেশনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সোমবার সকাল সাতটার সময় ৪৯ কিলোমিটার দীর্ঘ হলুদ লাইনে পরিষেবা শুরু হয়। হুডা সিটি সেন্টার থেকে সময়পুর বদলি পর্যন্ত মেট্রো সচল হয়। একইসঙ্গে সময়পুর বদলি থেকে হুডা সিটি সেন্টারের উদ্দেশে একটি মেট্রো ছাড়ে। কেন্দ্রের নির্দেশিকা মেনে প্রতিটি স্টেশনে যাবতীয় সুরক্ষা বিধি অবলম্বন করা হয়েছে। স্টেশনে ঢোকার পথে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। স্টেশনে ঢোকার পথে যাত্রীদের হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মেটাল ডিটেক্টরের সঙ্গে রড লাগানো হয়েছে। মেট্রোর মধ্যে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। নির্দিষ্ট দূরত্বে যাত্রীদের বসতে হবে। সেজন্য আসনে স্টিকারও সাঁটানো হয়েছে। প্ল্যাটফর্মেও বসার ক্ষেত্রে সেই স্টিকার লাগানো হয়েছে।
মেট্রোর কোচের মধ্যে করোনা সংক্রান্ত বিভিন্ন সুরক্ষা বিধি নিয়েও পোস্টার লাগানো হয়েছে। দিল্লির পাশাপাশি নয়ডার অ্যাকোয়া লাইন, লখনউ, হায়দরাবাদ, কোচি, চেন্নাই এবং বেঙ্গালুরু মেট্রোর পরিষেবাও সচল হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হচ্ছে মেট্রো পরিষেবা।
Leave a Reply