অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মুক্তিযোদ্ধা খোন্দকার মুরাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে শনিবার ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার নিজ গ্রাম ফরিদপুরের সালথার সোনাপুর ইউনিয়নের নটখোলায় পারিবারিক কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply