বন্যার কারণে ছুটিতে থাকা পদ্মা সেতুর স্প্যান বসানোর দায়িত্বপ্রাপ্ত বিশেষ চীনা প্রকৌশলীদল চীন থেকে বাংলাদেশে ফিরেছে। গত রবিবার রাতে সাত সদস্যের দলটি ঢাকায় পৌঁছে। পদ্মার ভাঙনে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তাদের সঙ্গে চীনা রাষ্ট্রীয় বীমা কম্পানির তিন সদস্যের একটি প্রতিনিধিদলেরও আসার কথা ছিল। কিন্তু তারা আগামীকাল বুধবার আসবে বলে সূত্র জানিয়েছে।
এদিকে চীনা প্রকৌশলীদল ফিরে আসার পরপরই গতকাল সকাল থেকে আবারও পদ্মা সেতুর স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসেই সেতুর দুটি স্প্যান বসতে যাচ্ছে। আর সেতুর সব স্প্যান আগামী ডিসেম্বরের মধ্যেই বসানো সম্ভব হবে বলে আশা করছেন সংশিষ্টরা। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানিয়েছেন, মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ইয়ার্ডে সেতুর বাকি ১০টি স্প্যানের মধ্যে চারটিই পুরোপুরি প্রস্তুত করে রাখা আছে। আরো চারটি স্প্যানের ফিটিং সম্পন্ন হয়েছে। বাকি দুটি স্প্যানের ওয়েল্ডিং চলছে।
Leave a Reply