বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। এবারের প্রতিপাদ্য ‘কভিড-১৯-পরবর্তী ফিজিওথেরাপি পুনর্বাসন’। বিশ্বের প্রায় ১২২টি দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হবে। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ফিজিওথেরাপি বিভাগ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।

সিআরপির ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭৩ সালে ফিজিওথেরাপি শিক্ষা ও সেবা চালু হয়। এরই ধারাবাহিকতায় এ দেশের অনগ্রসর জনগোষ্ঠী, পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭৯ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সিআরপি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপি চিকিৎসকরা স্বতন্ত্র পেশাজীবী হিসেবে অস্থিসন্ধি ও মাংসপেশির ব্যথা, স্নায়ুরোগ, শিশুরোগ, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, মেরুরজ্জু ও পক্ষাঘাতগ্রস্ত সমস্যা, বার্ধক্যজনিত সমস্যায় ও রোগে ফিজিওথেরাপি দেন। এসব সমস্যায় আক্রান্ত রোগীদের সিআরপি চিকিৎসা ও পুনর্বাসন সেবা দিয়ে আসছে।
সিআরপির নির্বাহী পরিচালক সফিকুল ইসলাম বলেন, কভিড-১৯-পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা তথা নানাবিধ জটিলতা নিরসনে ফিজিওথেরাপি বিভাগ, সিআরপি অনন্য ভূমিকা পালন করছে। সিআরপির ফিজিওথেরাপি বিভাগে ২০০ জন ফিজিওথেরাপিস্ট কাজ করেন।
Leave a Reply