1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ : সাভার সিআরপিতে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। এবারের প্রতিপাদ্য ‘কভিড-১৯-পরবর্তী ফিজিওথেরাপি পুনর্বাসন’। বিশ্বের প্রায় ১২২টি দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হবে। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ফিজিওথেরাপি বিভাগ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।
সিআরপির ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭৩ সালে ফিজিওথেরাপি শিক্ষা ও সেবা চালু হয়। এরই ধারাবাহিকতায় এ দেশের অনগ্রসর জনগোষ্ঠী, পক্ষাঘাতগ্রস্ত ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনের লক্ষ্যে ১৯৭৯ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় সিআরপি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপি চিকিৎসকরা স্বতন্ত্র পেশাজীবী হিসেবে অস্থিসন্ধি ও মাংসপেশির ব্যথা, স্নায়ুরোগ, শিশুরোগ, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, মেরুরজ্জু ও পক্ষাঘাতগ্রস্ত সমস্যা, বার্ধক্যজনিত সমস্যায় ও রোগে ফিজিওথেরাপি দেন। এসব সমস্যায় আক্রান্ত রোগীদের সিআরপি চিকিৎসা ও পুনর্বাসন সেবা দিয়ে আসছে।
সিআরপির নির্বাহী পরিচালক সফিকুল ইসলাম বলেন, কভিড-১৯-পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা তথা নানাবিধ জটিলতা নিরসনে ফিজিওথেরাপি বিভাগ, সিআরপি অনন্য ভূমিকা পালন করছে। সিআরপির ফিজিওথেরাপি বিভাগে ২০০ জন ফিজিওথেরাপিস্ট কাজ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT