ফাইবার গ্লাসের তৈরি নৌকা ও স্পিডবোট এনেছে আরএফএল। এর মাধ্যমে নতুন আরেক খাতে বিনিয়োগ সম্প্রসারণ করল শীর্ষস্থানীয় শিল্পগ্রুপটি। ‘সাপোর্ট’ নামে নতুন এ ব্র্যান্ডের আওতায় পাঁচ মডেলের নৌকা বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। এগুলোর দাম ১১ হাজার ৯০০ থেকে সাত লাখ ৪০ হাজার টাকা এবং ধারণক্ষমতা চার থেকে ৩০ জন। স্পিডবোটের দাম আট লাখ ১৮ হাজার টাকা এবং ধারণক্ষমতা ১০ জন।
নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে গতকাল রোববার নৌকা ও স্পিডবোটের বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। তিনি এ দুটি বাহন আনার বিষয়ে বলেন, নদীমাতৃক বাংলাদেশে গণপরিবহন হিসেবে নৌকার প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে কাঠের নৌকা বেশি প্রচলিত হলেও তা খুব বেশি দীর্ঘস্থায়ী নয়। ফলে বারবার পরিবর্তন করতে হয় এবং সংস্কারের কারণে অতিরিক্ত ব্যয় হয়। এমন বাড়তি ব্যয় কমাবে ফাইবার গল্গাসের তৈরি তাদের নৌকা। তিনি জানান, আকর্ষণীয় ডিজাইনে তৈরি তাদের নৌকা মজবুত ও দীর্ঘস্থায়ী, সহজে মেরামতযোগ্য এবং পরিবেশবান্ধব।
সাপোর্ট ব্র্যান্ডের উপমহাব্যবস্থাপক (অপারেশন) এ আর শামসুর রহমান বলেন, ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানায় উন্নতমানের কাঁচামাল ও অত্যাধুনিক মেশিনে এসব নৌকা ও স্পিডবোট তৈরি করা হয়। ভবিষ্যতে তাদের ইয়ট ও ইঞ্জিনের বড় নৌকা আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে জানানো হয়, অনুমোদিত ডিলার, বেস্ট বাই ও ইজি বিল্ডের শোরুমের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে এসব নৌকা ও স্পিডবোট। এ ছাড়া অথবাডটকমের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারবেন। এ সময় সাপোর্ট ব্র্যান্ডের হেড অব সেলস ইখতিয়ার হোসেন ও ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply