নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান সুকণ্ঠী এই শিল্পী।
ভারতীয় উপমহাদেশে নজরুলসংগীতের শুদ্ধ চর্চা আর প্রসারে অগ্রগণ্য এক নাম ফিরোজা বেগম; স্বীয় গায়কি দিয়ে নজরুলের গানে যিনি যোগ করেছেন অনন্য মাত্রা। তাঁর কিন্নর কণ্ঠে বিমোহিত হননি এমন সংগীতপ্রেমী খুঁজে পাওয়া যাবে না। বরেণ্য এই শিল্পী নজরুলের গানের পাশাপাশি গজল, ঠুমরি আর আধুনিক গানেও রেখেছেন অসামান্য অবদান।
ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) রাতইল ঘোনাপাড়া গ্রামে। তাঁর স্বামী আরেক কিংবদন্তি গায়ক ও গীতিকার কমল দাশগুপ্ত। এই দম্পতির তিন সন্তান তাহসিন, হামিন ও শাফিন। হামিন ও শাফিন উভয়ে রক ব্যান্ড দল মাইলসের সদস্য।
ফিরোজা বেগম সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকসহ দেশি-বিদেশি নানা সম্মাননা।
Leave a Reply