বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার বিআইডাব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীর তীর দখল করে ইট, বালু ও পাথরের ব্যবসা করায় দুজনকে আটক করা হয়। পরে জব্দ করা মালামাল আট লাখ ৬২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
বিআইডাব্লিটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে গত দেড় বছরে ১৬৪ দশমিক ২৫ একর জমি এবং ছয় হাজার ৪৭১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ব্রিজের নিচে নদীর তীরভূমি দখল করে কিছু অসাধু ব্যক্তি ইট-বালুর ব্যবসা করছিলেন। তাদের উচ্ছেদ করা হয়েছে। মালামাল জব্দ করে নিলাম করা হয়েছে। উদ্ধারকৃত জায়গা আগামী দিনে যেন দখল না হয় সে জন্য গাছ লাগানো হবে। অভিযানের মাধ্যমে স্থানীয়দের মটিভেশন করা হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply