নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এশিয়ান সড়কের নয়াপুর এলাকায় ভোরে একটি সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আড়াআড়িভাবে পড়ে থাকার কারণে যানজটের সৃষ্টি হয়।
নয়াপুর বাজারের মধ্যভাগে আরো একটি ট্রাক ও কনফিডেন্ট কোম্পানির সামনের একটি কাভার্টভ্যান বিকল হওয়ার এ যানজট দীর্ঘ হতে থাকে। যানজট জামপুর ইউনিয়নের কোবাগা ও বন্দর উপজেলার মদনপুর পর্যন্ত এ যানজট গিয়ে পৌঁছে। ফলে অনেক যাত্রীদের পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে।
যানজটের কারণের এশিয়ান হাইওয়ে সড়ক ছাড়াও শাখা রাস্তাগুলোতে এর প্রভাবে গিয়ে পড়েছে। যানজটের ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টা থেকে শুরু করে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত যানজট চরম আকারে ছিল। যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পাশাপাশি সোনারগাঁ থানা পুলিশ, তালতলা ফাঁড়ি পুলিশ কাজ করে যাচ্ছে।
আফজাল করিম নামের এক বেসরকারি অফিসের কর্মকর্তা জানান, যানজটের কারণে সকাল ৮টার দিকে বস্তল মোড় থেকে বাসে উঠে সাড়ে ১০ টায় তিন কিলোমিটার পাড় হতে পারিনি। যানজটের পাশাপাশি অসহ্য গরমে অতিষ্ট হয়ে পড়েছি।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালগামী নাসিরউদ্দিন নামের এক রোগী জানান, সকালে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে মিরেরটেক এলাকায় যানজটের কবলে পড়তে হয়েছে। তালতলা থেকে আধা ঘণ্টার পথ মদনপুরে দীর্ঘ ৪ ঘণ্টায়ও পোঁছাতে পারিনি।
আল্লাহর দান পরিবহনের চালক ফয়সাল জানান, নয়াপুর এলাকায় তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে আছে। পুলিশ এগুলো সঠিক সময়ে সরিয়ে না দেওয়ার কারণে ভোগান্তি হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজ্জাফর হোসেন বলেন, নয়াপুর এলাকায় তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে ছিল। একটি গাড়ি সরিয়ে নিতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।
Leave a Reply