হংকংভিত্তিক বিশ্বখ্যাত কন্টেইনার পরিবহন সংস্থা ওরিয়েন্টাল ওভারসীজ কন্টেইনার লাইন (ওওসিএল) গত ৩০ জুন শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের একই সময়ের তুলনায় মোট ৪.৬ শতাংশ রাজস্ব হারিয়েছে। তবে মোট আয় ১.১ বেড়ে ১,৫৮৩.৮ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই সময়ে সংস্থাটির ধারণ ক্ষমতাও ৬ দশমিক ৪ শতাংশ কমে গেছে। কর্মকর্তারা জানান, সামগ্রিক লোড ফ্যাক্টরটি ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬শতাংশ বেশি ছিল। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় সামগ্রিক গড় রাজস্ব আয় ৫ দশমিক ৯শতাংশ বেড়ে গেছে।
গত ৩০ জুন শেষ হওয়া প্রথম ছয় মাসের জন্য, গত বছরের একই সময়ের তুলনায় মোট আয়তন ২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং মোট রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ২শতাংশ। বহনযোগ্য ক্ষমতা হ্রাস পেয়ে ৪৪ দশমিক ২শতাংশ হয়েছে। ২০১৯ সালের একই সময়ের তুলনায় সামগ্রিক লোড ফ্যাক্টরটি ছিল ১ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছরের একই সময়ের তুলনায় প্রতি টিইইউ কন্টেইনারে সামগ্রিক গড় আয় শূণ্য শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Leave a Reply