বাজার বাড়াচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস ————————————————————————————–
এলপিজি খাতে ১৯৯৯ সাল থেকে কাজ করছে বসুন্ধরা এলপি গ্যাস। এ পর্যন্ত ১৫০ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে এবং আরও ২৫০ প্রতিষ্ঠানের সঙ্গে প্রক্রিয়াধীন। এ ধারাবাহিকতায় এলপিজির বাজার বাড়াতে মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে কাজ করবে বসুন্ধরা এলপি গ্যাস। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীতে মেঘনা পেট্রোলিয়াম ভবনে চুক্তিতে সই করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুল্লাহ আল খালেদ ও বসুন্ধরা এলপির হেড অব সেলস জাকারিয়া জালাল। চুক্তির আওতায় মেঘনা পেট্রোলিয়ামের নিবন্ধিত ফিলিং স্টেশনে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি। এ সময় মেঘনা পেট্রোলিয়ামের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন ও উপমহাব্যবস্থাপক শাহীন রেজা খান, বসুন্ধরা এলপির ব্যবস্থাপক কাজী রোকন উদ্দিন ও প্রকৌশলী মো. এনামুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
Leave a Reply