1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে

বিআরটিএ’তে অনিয়ম : ড্রাইভিং লাইসেন্স পেতে হয়রানির শেষ নেই

রাজীব আহাম্মদ
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

রাহাতুর রহমান গত বছরের ৮ অক্টোবর ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদন করেন। ওই বছরের ৩০ ডিসেম্বর পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। গত ৮ আগস্ট তাকে লাইসেন্স দেওয়ার তারিখ ছিল। ২৭ আগস্ট লাইসেন্সের জন্য তিনি সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর সার্কেলে এসে জানতে পারেন, আরও এক বছর পর তার লাইসেন্স প্রিন্ট হবে। ২০২১ সালের ২৫ আগস্ট লাইসেন্স পাবেন তিনি। ক্ষুব্ধ রাহাতুর জানালেন, গত ১০ মাসে পাঁচবার বিআরটিএতে এসেছেন। আর কত ঘুরবেন! তার প্রশ্ন- লাইসেন্স পেতে কেন দুই বছর লাগবে। এর চেয়ে কম সময়ে তো এইচএসসি পাস করা যায়।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে গত বছরের ১৪ নভেম্বর পরীক্ষা দেন আরিফুর রহমান। তারও ২৭ আগস্ট লাইসেন্স পাওয়ার নির্ধারিত দিন ছিল। তাকেও নতুন তারিখ দেওয়া হয়েছে আগামী বছরের ২৫ আগস্ট। শুধু রাহাতুর বা আরিফুর নন, যত আবেদনকারী লাইসেন্সের প্রিন্ট নিতে বিআরটিএতে আসছেন, তাদের সবাইকে আগামী বছরের তারিখ দিয়ে বিদায় করা হয়েছে। আগামী এক বছরে কাউকে লাইসেন্স দেবে না বিআরটিএ। লাইসেন্স বিতরণ কাউন্টারের কর্মী জানালেন, বছরখানেক ধরে প্রিন্ট বন্ধ। গত ছয় মাসে একটি লাইসেন্সও দেওয়া হয়নি। যারা আসছেন, তাদের নতুন তারিখ দেওয়া হচ্ছে। শুধু ‘ভিআইপি সুপারিশ’ নিয়ে আসা হাতেগোনা কয়েকজনকে প্রিন্ট দেওয়া হয়েছে। মিরপুর সার্কেলে লাইসেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিআরটিএর সহকারী পরিচালক শামসুল কবির জানালেন, লাইসেন্সের প্রিন্ট কপি সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া চলছে। এ কারণে লাইসেন্স প্রিন্ট দেওয়া যাচ্ছে না। এর বেশি জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
মিরপুর সার্কেল সূত্রে জানা গেল, শুধু বিআরটিএর মিরপুর শাখাতেই ৩০ আগস্ট পর্যন্ত ৮০ হাজার ৮৫৩টি ড্রাইভিং লাইসেন্স প্রিন্টের অপেক্ষায় রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছবি ও আঙুলের ছাপ দেওয়ার অপেক্ষায় আছেন আরও ১৮ হাজার আবেদনকারী। নতুন আবেদনকারী রয়েছেন ছয় হাজার। সব মিলিয়ে শুধু মিরপুর সার্কেলে এক লাখ পাঁচ হাজার আবেদনকারীর লাইসেন্স আটকে আছে। সারাদেশে বিআরটিএর ৭৭ সার্কেলে ৩০ আগস্ট পর্যন্ত প্রিন্টের অপেক্ষায় রয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮টি। ছবি, আঙুলের ছাপ দেওয়া, নতুন আবেদনসহ ১২ লাখের বেশি আবেদনকারী লাইসেন্সের জন্য ঘুরছেন।
করোনা মহামারিতে দুই মাস বন্ধ ছিল বিআরটিএর কার্যক্রম। চালকের পরীক্ষা, বায়োমেট্রিক কার্যক্রম পাঁচ মাস বন্ধ থাকার পর ২৩ আগস্ট থেকে নতুন আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে করোনার আগে থেকেই লাইসেন্স সংকট চলছে। কারণ, কোন প্রতিষ্ঠান শতকোটি টাকার লাইসেন্স সরবরাহের কাজ পাবে, তা নিয়েই মূলত এই টানাপোড়েন। চলছে দরপত্র বাতিল ও পুনরায় কার্যাদেশ প্রদান এবং রিভিউ আপিল।
ডুয়েল ইন্টারফেস পলিকার্বনেট স্মার্টকার্ডে ছাপা ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ দিয়ে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে গত ২৯ জুলাই চুক্তি সই করেছে বিআরটিএ। এর আগে ১৩ জুলাই প্রতিষ্ঠান ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড’ পায়। তবে এর বিরুদ্ধে ‘রিভিউ’ করেছে মাদ্রাজ সিকিউরিটির সঙ্গে দরপত্রে অংশ নেওয়া সেলপ স্মার্টকার্ডস অ্যান্ড সলিউশনস। প্রতিষ্ঠানটির অভিযোগ, মাদ্রাজ সিকিউরিটি বিভিন্ন দেশে কালো তালিকাভুক্ত। তারা কারসাজি করে কাজ পেয়েছে। এরই মধ্যে মূল্যায়ন কমিটি রিভিউ মিটিং করেছে। নালিশ নিষ্পত্তি না হলে তা মামলা পর্যন্ত গড়াতে পারে।
এদিকে, চুক্তি সই হলেও মাদ্রাজ সিকিউরিটির কাজ শুরু করতে আরও কয়েক মাস লেগে যেতে পারে। তাই যাদের এক বছর পরের তারিখ দেওয়া হচ্ছে, তারা ওই সময়ে লাইসেন্স পাবেন- এ নিশ্চয়তা নেই। লাইসেন্স নিয়ে এ টানাপোড়েন বছরখানেক ধরে চলছে।
বর্তমানে লাইসেন্স সরবরাহের দায়িত্বে থাকা টাইগার আইটি ২০১৬ সালে পাঁচ বছরের জন্য ১৫ লাখ কার্ড সরবরাহের দায়িত্ব পায়। কিন্তু চাহিদার কারণে নির্ধারিত সময়ের আগেই ১৫ লাখ লাইসেন্স প্রিন্ট দিতে হয়। বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত এ প্রতিষ্ঠানকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়ে বাড়তি কার্ড নিতে পারেনি বিআরটিএ। ফলে গোলমেলে অবস্থা তৈরি হয় ড্রাইভিং লাইসেন্সে।
চাকরিপ্রার্থী বা বিদেশগামীরা এতে সবচেয়ে বিপাকে আছেন। দেশে পরীক্ষা পাসের সনদ দেখিয়ে গাড়ি চালানো গেলেও চাকরিতে ও বিদেশ কাজে যেতে এ সুযোগ নেই। বিকল্প ব্যবস্থা হিসেবে সাধারণ ছাপা লাইসেন্স দেওয়া হচ্ছে। তবে তা খুব বেশি কাজে লাগে না।
পরীক্ষায় পাস করে ফি জমা দিয়েও লাইসেন্স না পেয়ে বিপাকে আছেন চালকরা। লাইসেন্স সঙ্গে না থাকায় পথে আটকাচ্ছে পুলিশ। মামলায় পরে জরিমানা গুনতে হচ্ছে তাদের। গত রোববার রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ মোড়ে আকরাম হোসেন নামের এক মোটরসাইকেল চালককে আটকে ড্রাইভিং লাইসেন্স দেখতে চান ট্রাফিক সার্জেন্ট। তিনি পুলিশকে জানান, ড্রাইভিং পরীক্ষায় পাস করেছেন, ফিঙ্গার প্রিন্ট ও টাকা জমা দিয়েছেন। এর কপি আছে। কিন্তু সার্জেন্টের দাবি, মোটরসাইকেল চালাতে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নয়তো জরিমানা করা হবে। পরে অবশ্য জরিমানা ছাড়াই পার পান আকরাম হোসেন। তিনি সমকালকে বলেছেন, এক বছর ধরে লাইসেন্সের জন্য ঘুরছেন।

    যারা লাইসেন্সের শ্রেণি পরিবর্তন করবেন, তারাও আছেন বিপাকে। তিন বছর হালকা যান চালিয়ে মধ্যম শ্রেণি, অর্থাৎ মিনিবাস চালানোর লাইসেন্স পেতে যারা আবেদন করেছেন, তারাও প্রিন্ট পাচ্ছেন না। একই ভোগান্তিতে আছেন বাস, ট্রাকের মতো ভারী যান চালানোর লাইসেন্সের জন্য আবেদনকারীরা। বিআরটিএ লাইসেন্স প্রিন্ট দিতে না পারলেও পথে পুলিশ আটকাচ্ছে।
    নতুন সড়ক পরিবহন আইনে বিনা লাইসেন্সে গাড়ি চালানোর জরিমানা বেড়েছে। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় প্রথমবার পাঁচ হাজার ও দ্বিতীয়বার ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তবে নতুন আইন হওয়ার আগেই ২০১৮ সালের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলনের পর লাইসেন্সের আবেদনকারীর সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। তবে নতুন আইন প্রায় ১০ মাস আগে কার্যকর হলেও সে সময়ে আবেদনকারীদের কেউ এখন পর্যন্ত লাইসেন্স পাননি।
    ২০১৯ সালে আহ্বান করা বাতিল দরপত্রে সর্বনিম্ন দরদাতা ছিল সেলপ। কিন্তু মাদ্রাজ সিকিউরিটি সেলপের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তোলে। সড়ক পরিবহন মন্ত্রণালয় অভিযোগের সত্যতা পেলে দরপত্র বাতিল হয়। ৪০ লাখ লাইসেন্সের প্রিন্ট কপি সরবরাহে গত ২০ জানুয়ারি পুনঃদরপত্র আহ্বান করে বিআরটিএ। ২৯টি দরপত্র বিক্রি হলেও মাত্র তিনটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। দুটি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়। সর্বনিম্ন দরদাতা হয় মাদ্রাজ সিকিউরিটি। তাদের ৪০ লাখ কার্ডের জন্য ১২০ কোটি ২৬ লাখ ২০ হাজার ৫৮৪ টাকা দর দেওয়া হয়। কার্ডপ্রতি দর ৩০০ টাকা, যা বিআরটিএর প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ৩৬ শতাংশ কম। বাতিল হওয়া দরপত্রের সর্বনিম্ন দরদাতা সেলপের বিরুদ্ধে অভিযোগ ছিল মাদ্রাজ সিকিউরিটির। এখন পুনঃদরপত্রের সর্বনিম্ন দরদাতা মাদ্রাজ সিকিউরিটির বিরুদ্ধে পাল্টা অভিযোগ সেলপের। এ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
    বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আশাবাদী, আগামী তিন মাসের মধ্যে লাইসেন্সের সমস্যা সমাধান হবে। তিনি বলেন, অনেক দিন ধরেই লাইসেন্স পেতে ভোগান্তি হচ্ছে। নতুন ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। তারা উৎপাদনে এলে সমস্যার সমাধান হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT