পরিবেশবান্ধব ‘লো সালফার’যুক্ত জ্বালানি তেলের প্রথম চালান আজ রবিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে। সোমবার আনুষ্ঠানিকভাবে মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে তেল খালাস হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রথম চালান হিসেবে সিঙ্গাপুর থেকে ১৫ হাজার মেট্রিক টন লো সালফার ফার্নেস অয়েল আমদানি করল। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (পরিকল্পনা ও পরিবহন) সৈয়দ মেহেদী হাসান বলেন, সমুদ্রগামী জাহাজে বাংকার (জ্বালানি সরবরাহ) করার জন্য এত দিন আমাদের দেশে ৩ দশমিক ৫ মাত্রার সালফারযুক্ত ফার্নেস অয়েল ব্যবহার হতো। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অনুরোধে বিপিসি লো সালফার যুক্ত (০.৫ মাত্রার) ফার্নেস অয়েল আমদানি শুরু করেছে। কর্মকর্তারা জানান, বিপিসি মে মাসে পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ করার জন্য উদ্যোগ নেয়। পরিকল্পনার প্রথম চালান হিসেবে সিঙ্গাপুর থেকে ১৫ হাজার টন লো সালফারযুক্ত ফার্নেস অয়েল আমদানি করল বিপিসি।
Leave a Reply