জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট রসায়নবিদ ড. মো. মনজুরুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল সোমবার সকালে সাভারের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক মনজুরুল করিম গত কয়েক দিন ধরে জ্বর ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রবিবার তিনি করোনা পরীক্ষা করান। এর ফল এখনো পাওয়া যায়নি। গতকাল সকাল ৮টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অধ্যাপক মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক ড. মো. মনজুরুল করিমের প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ রসায়নবিদকে হারাল, যা দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। একজন অমায়িক, বিনয়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি সর্বজনবিদিত ও সুপরিচিত ছিলেন।’
Leave a Reply