রাজধানীর গাবতলীতে গত ২৬ আগস্ট বিআইডব্লিউএর অভিযানে ১৭টি ট্রাক ভাঙচুর এবং মালপত্রসহ চারটি ট্রাক নিলামে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এ ঘটনায় ক্ষতিপূরণ, পণ্য পরিবহনে হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক তালুকদার মনির, ঢাকা জেলা ট্রাক-ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এবং আঞ্চলিক নেতাকর্মীরা।
তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর যেসব সংশোধনী দেওয়া হয়েছে তা বাস্তবায়ন, সারাদেশে স্থায়ী ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং বিআইটিএ-তে জমা দেওয়া ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে সরবরাহ।
Leave a Reply