এয়ার বাবল চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে বন্ধ হওয়া বিমান যোগাযোগ আবার শুরুর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। এই চুক্তি হলে নির্দিষ্ট শর্তে সমানসংখ্যক যাত্রী দুই দেশে আকাশপথে যাতায়াত করতে পারবেন। তবে যাত্রীরা ভারত বা বাংলাদেশ হয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না।
কুটনৈতিকদের পাশাপাশি প্রাথমিকভাবে ব্যবসায়ী ও রোগী এই দুই ক্যাটাগরির যাত্রী ভ্রমণের সুযোগ পাবেন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, এয়ার বাবল ব্যবস্থা চালুর জন্য কাজ চলছে। এ ব্যবস্থায় যে যাত্রী বাংলাদেশে আসবেন তিনি শুধু বাংলাদেশেই থাকবেন। আর যিনি ভারতে যাবেন তিনি শুধু ভারতেই থাকবেন।
Leave a Reply