1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আগামীকাল থেকে বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’ শিপিং কর্পোরেশনের বহরে ২১টি জাহাজ যুক্ত হবে : নৌপ্রতিমন্ত্রী টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তের আগুন ‘দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আর থাকবে না’ কক্সবাজার-দোহাজারী রেল লাইন : প্রধানমন্ত্রীর উদ্বোধন, শেষ হলো অপেক্ষা সড়ক দুর্ঘটনার ৩৫% বাঁক ও ক্রসিংয়ে, বাঁক সোজা করার সুপারিশ সংসদীয় কমিটির বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ৫ গাড়ি জব্দ : দুজন গ্রেপ্তার অক্টোবরে ৪২৯ সড়ক দুর্ঘটনায় ৪৩৭ জন নিহত, ড্রাইভার মারা গেছে ১২০ জন : যাত্রী কল্যাণ সমিতি বিমানের কোটি কোটি টাকা পাওনা রয়েছে এমন অনেক ট্রাভেল এজেন্সির অস্তিত্ব নেই : প্রতিমন্ত্রী মেট্রো রেলে আধা ঘন্টায় উত্তরা থেকে মতিঝিল

দূরপাল্লার ভ্রমণ উপযোগী ২৫শ’ সিসি’র বাইক ভারতের বাজারে, দাম ১৮লাখ রুপি

বাইক এন্ড সাইকেল রির্পোটার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
ট্র্যায়াম্ফ মোটর সাইকেলস্ এর নতুন বাইক রকেট ৩ জিটি। ছবি : বাইক ইন্ডিয়া।

ট্র্যায়াম্ফ মোটর সাইকেলস্ বাজারে নিয়ে এলো ট্র্যায়াম্ফ রকেট ৩-এর নতুন ভার্সন। এই বাইকের দাম পড়বে ভারতীয় ১৮লাখ রুপি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের লম্বা ট্যুরের উদ্দেশ্য পূরণ করবে রকেট ৩ জিটি। কোম্পানির তরফে জানানো হয়েছে, বাইকটির ফ্যাক্টরি কাস্টম ভার্সন সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে এবং নর্মাল ভার্সনটি তাঁরা আবার উৎপাদন করে পুরো ভারতে লঞ্চ করতে চলেছে।
বাইকের রয়েছে ২,৫০০ সিসির নতুন ইঞ্জিন। এ ছাড়াও থাকছে ডিওএইচসি ইঞ্জিন ১৬৫ বিএইচপি ও ৬০০০ আরপিএম ক্ষমতাসম্পন্ন যা মাত্র ৪০০০ আরপিএমেই ২২১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের মধ্যে বেশকিছু পরিবর্তন এনেছে নির্মাণকারী সংস্থা। ইঞ্জিনে থাকছে নতুন ক্র্যাঙ্ককেস, ব্যালেন্সার স্যাফটস্। এ ছাড়াও বাইকটিতে থাকছে সিক্স-স্পিড ট্রান্সমিশন এবং হাইড্রোলিক ক্ল্যাচ।
বাইকটির চেসিসে থাকছে নতুন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সুইংআর্মেও ঘটছে পরিবর্তন। আরোহীর যাত্রা আরামদায়ক করার লক্ষ্যে গাড়িটির সাসপেনশন সিস্টেমে থাকছে ৪৭ এমএম ইনভার্টেড ফর্ক। রকেট ৩ জিটি মডেলটির ওজন করা হয়েছে ২৯৪ কিলোগ্রাম।
বাইকটির হেডলাইটে থাকছে এলইডি ও এলইডি ডিআরএল। এ ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে ইন্টিগ্রেটেড গোপ্রো কন্ট্রোল সিস্টেম, গুগল-পাওয়ারড্ নেভিগেশন, ব্লুটুথ কানেকশন এবং মাই ট্র্যায়াম্প অ্যাপ, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনের জন্যে।
রকেট ৩ জিটি মডেলের সঙ্গে মিলবে হাইওয়ে ইন্সপিরেশন কিটসহ আরও সরঞ্জাম, যা লম্বা সফরের জন্য প্রয়োজনীয়। করোনাভাইরাসের দুয়র্যাগ কেটে গেলে ভারতজুড়ে ব্যাপকভাবে বাজারজাত করা হবে বাইকটি- জানিয়েছে এই বাইক প্রস্তুতকারী সংস্থা। বাইকইন্ডিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT