1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দূরপাল্লার ভ্রমণ উপযোগী ২৫শ’ সিসি’র বাইক ভারতের বাজারে, দাম ১৮লাখ রুপি

বাইক এন্ড সাইকেল রির্পোটার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
ট্র্যায়াম্ফ মোটর সাইকেলস্ এর নতুন বাইক রকেট ৩ জিটি। ছবি : বাইক ইন্ডিয়া।

ট্র্যায়াম্ফ মোটর সাইকেলস্ বাজারে নিয়ে এলো ট্র্যায়াম্ফ রকেট ৩-এর নতুন ভার্সন। এই বাইকের দাম পড়বে ভারতীয় ১৮লাখ রুপি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের লম্বা ট্যুরের উদ্দেশ্য পূরণ করবে রকেট ৩ জিটি। কোম্পানির তরফে জানানো হয়েছে, বাইকটির ফ্যাক্টরি কাস্টম ভার্সন সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে এবং নর্মাল ভার্সনটি তাঁরা আবার উৎপাদন করে পুরো ভারতে লঞ্চ করতে চলেছে।
বাইকের রয়েছে ২,৫০০ সিসির নতুন ইঞ্জিন। এ ছাড়াও থাকছে ডিওএইচসি ইঞ্জিন ১৬৫ বিএইচপি ও ৬০০০ আরপিএম ক্ষমতাসম্পন্ন যা মাত্র ৪০০০ আরপিএমেই ২২১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের মধ্যে বেশকিছু পরিবর্তন এনেছে নির্মাণকারী সংস্থা। ইঞ্জিনে থাকছে নতুন ক্র্যাঙ্ককেস, ব্যালেন্সার স্যাফটস্। এ ছাড়াও বাইকটিতে থাকছে সিক্স-স্পিড ট্রান্সমিশন এবং হাইড্রোলিক ক্ল্যাচ।
বাইকটির চেসিসে থাকছে নতুন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সুইংআর্মেও ঘটছে পরিবর্তন। আরোহীর যাত্রা আরামদায়ক করার লক্ষ্যে গাড়িটির সাসপেনশন সিস্টেমে থাকছে ৪৭ এমএম ইনভার্টেড ফর্ক। রকেট ৩ জিটি মডেলটির ওজন করা হয়েছে ২৯৪ কিলোগ্রাম।
বাইকটির হেডলাইটে থাকছে এলইডি ও এলইডি ডিআরএল। এ ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে ইন্টিগ্রেটেড গোপ্রো কন্ট্রোল সিস্টেম, গুগল-পাওয়ারড্ নেভিগেশন, ব্লুটুথ কানেকশন এবং মাই ট্র্যায়াম্প অ্যাপ, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনের জন্যে।
রকেট ৩ জিটি মডেলের সঙ্গে মিলবে হাইওয়ে ইন্সপিরেশন কিটসহ আরও সরঞ্জাম, যা লম্বা সফরের জন্য প্রয়োজনীয়। করোনাভাইরাসের দুয়র্যাগ কেটে গেলে ভারতজুড়ে ব্যাপকভাবে বাজারজাত করা হবে বাইকটি- জানিয়েছে এই বাইক প্রস্তুতকারী সংস্থা। বাইকইন্ডিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT