ট্র্যায়াম্ফ মোটর সাইকেলস্ বাজারে নিয়ে এলো ট্র্যায়াম্ফ রকেট ৩-এর নতুন ভার্সন। এই বাইকের দাম পড়বে ভারতীয় ১৮লাখ রুপি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের লম্বা ট্যুরের উদ্দেশ্য পূরণ করবে রকেট ৩ জিটি। কোম্পানির তরফে জানানো হয়েছে, বাইকটির ফ্যাক্টরি কাস্টম ভার্সন সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে এবং নর্মাল ভার্সনটি তাঁরা আবার উৎপাদন করে পুরো ভারতে লঞ্চ করতে চলেছে।
বাইকের রয়েছে ২,৫০০ সিসির নতুন ইঞ্জিন। এ ছাড়াও থাকছে ডিওএইচসি ইঞ্জিন ১৬৫ বিএইচপি ও ৬০০০ আরপিএম ক্ষমতাসম্পন্ন যা মাত্র ৪০০০ আরপিএমেই ২২১ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনের মধ্যে বেশকিছু পরিবর্তন এনেছে নির্মাণকারী সংস্থা। ইঞ্জিনে থাকছে নতুন ক্র্যাঙ্ককেস, ব্যালেন্সার স্যাফটস্। এ ছাড়াও বাইকটিতে থাকছে সিক্স-স্পিড ট্রান্সমিশন এবং হাইড্রোলিক ক্ল্যাচ।
বাইকটির চেসিসে থাকছে নতুন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সুইংআর্মেও ঘটছে পরিবর্তন। আরোহীর যাত্রা আরামদায়ক করার লক্ষ্যে গাড়িটির সাসপেনশন সিস্টেমে থাকছে ৪৭ এমএম ইনভার্টেড ফর্ক। রকেট ৩ জিটি মডেলটির ওজন করা হয়েছে ২৯৪ কিলোগ্রাম।
বাইকটির হেডলাইটে থাকছে এলইডি ও এলইডি ডিআরএল। এ ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে ইন্টিগ্রেটেড গোপ্রো কন্ট্রোল সিস্টেম, গুগল-পাওয়ারড্ নেভিগেশন, ব্লুটুথ কানেকশন এবং মাই ট্র্যায়াম্প অ্যাপ, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনের জন্যে।
রকেট ৩ জিটি মডেলের সঙ্গে মিলবে হাইওয়ে ইন্সপিরেশন কিটসহ আরও সরঞ্জাম, যা লম্বা সফরের জন্য প্রয়োজনীয়। করোনাভাইরাসের দুয়র্যাগ কেটে গেলে ভারতজুড়ে ব্যাপকভাবে বাজারজাত করা হবে বাইকটি- জানিয়েছে এই বাইক প্রস্তুতকারী সংস্থা। বাইকইন্ডিয়া।
Leave a Reply