নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হোম আইসোলেশনে আছেন। শরীরে কোনো উপসর্গ নেই। বিশেষ কোনো শারীরিক সমস্যাও আপাতত নেই। বুধবার নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার প্রতিমন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে। তিনি হোম আইসোলেশনে আছেন। শরীরে কোনো উপসর্গ নেই। বিশেষ কোনো শারীরিক সমস্যাও আপাতত নেই। পরিবহন জগত পরিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করছে।
করোনাভাইরাসেরর কারণে সৃষ্ট মহামারিতে এ পর্যন্ত দেশের ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন সুস্থ হয়ে উঠলেও মারা গেছেন ৪ হাজার ৮০২ জন।
Leave a Reply