চট্টগ্রামে ক্রেনের সাহায্যে মালপত্র নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে গোলাম রাইফুল ইসলাম লিটন (২৩) নামের এক ক্রেন চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন দিনাজপুরের খামারবিষ্ণুগঞ্জের মো. সাদেকুল ইসলামের ছেলে। নগরের সাগরিকা মুরগির ফার্ম গেট এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার এসআই তৌফিকুল ইসলাম বলেন, ক্রেনের সাহায্যে মালপত্র নামানোর সময় বিদ্যুতায়িত হন লিটন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Leave a Reply