বাংলাদেশের স্বনামখ্যাত অটোমোবাইল কোম্পানি রানার অটোমোবাইলস বাজাজের থ্রি হুইলার সংযোজন করবে। ময়মনসিংহের ভালুকায় এ জন্য কারখানা স্থাপন করবে কোম্পানিটি। ভারতের শীর্ষস্থানীয় অটোমোবাইল ব্র্যান্ড বাজাজের সঙ্গে সম্প্রতি এ বিষয়ে উৎপাদন ও সরবরাহের জন্য চুক্তি করেছে রানার।
রানারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তির অধীনে বাজাজ অটো রানার অটোমোবাইলসকে আরই ফোর-এস থ্রি হুইলার সংযোজন, উৎপাদন এবং যন্ত্রাংশ ও উপাদানের স্থানীয়করণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা দেবে। এর মাধ্যমে বাংলাদেশে এই প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি হুইলার ব্র্যান্ডের কারখানা স্থাপন ও উৎপাদন হতে যাচ্ছে।
এ কারখানা স্থাপনে রানার অটোমোবাইলস প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে, যার একটি অংশ শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে অর্থায়ন করা হবে। অন্যদিকে বাজাজ বাংলাদেশে কারখানা স্থাপনে কারিগরি সহায়তা দেবে। আগামী এক বছর থেকে ১৫মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। উল্লেখ্য, রানার অটোমোবাইলস গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে মুনাফা করে আসছে। কোম্পানিটি ২০১৫ সালে ৩৫কোটি, ২০১৬ সালে ৩৬কোটি, ২০১৭ সালে ৩৯কোটি, ২০১৮ সালে ৫৯কোটি এবং ২০১৯ সালে ৬৫কোটি টাকা মুনাফা করেছে।
রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, থ্রি হুইলার উৎপাদন ও বিপণনে বাজাজ বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। রানার অটোমোবাইলসের এই উদ্যোগ সরকারের হালকা প্রকৌশল খাতকে অগ্রাধিকার হিসেবে গড়ে তোলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল বুধবার এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, আইপিওর মাধ্যমে তোলা অর্থ এ কারখানা স্থাপনে বিনিয়োগ করা হবে।
Leave a Reply