মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় দুটি যাত্রীবাহী পরিবহন ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও ২২ জন আহত হয়েছে। মাগুরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মাগুরা সদরের মঘিরঢাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। যশোরগামী চাকলাদার পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস এবং অপরদিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের পানিতে উল্টে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা চাকলাদার পরিবহনের বাস থেকে চারটি লাশ উদ্ধার করেছে।
নিহতরা হচ্ছেন, চাকলাদার পরিবহনের সুপার ভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছেন নরসিংদী জেলার দত্তপাড়ার ফখরুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply