পরিবহন খাতে দেশের অন্যতম শিল্প পরিবার উত্তরা মোটরস একটি গাড়ি সংযোজন কারখানা করবে। এ নিয়ে প্রস্তুতি অনেকদূর এগিয়েছে বলে জানা গেছে। মোটরগাড়ি সংযোজন কারখানার নাম চেয়ে উত্তরা মোটরস ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত কোম্পানির ইংরেজী নাম ও লোগো গ্রাফিক্সসহ বিস্তারিত umlpr@ugc-bd.net এই ঠিকানায় মেইল করতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, উত্তরা মোটরস বাংলাদেশে ভারতের সুজুকী মোটর সাইকেল, বাজাজ থ্রিহুইলার, সুজুকী কার, মাইক্রোবাস, ইসুজু ডাম্প ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, হিউম্যান হলার, ইসুজু বাস, ইসুজু ট্রাক বাজারজাত করছে। এছাড়া বিশ্বখ্যাত ব্রিজস্টোন টায়ার বাজারজাত করছে।
Leave a Reply