জাপানি টায়ার প্রস্তুতকারক কোম্পানি টয়ো টায়ার সার্বিয়ায় ৩৬৪ মিলিয়ন ইউরো বিনিয়োগে নতুন টায়ার কারখানা স্থাপন করতে যাচ্ছে। এই বিনিয়োগ পেতে সার্বিয়া টয়ো টায়ারের নতুন কারখানার জন্য ৬৩ মিলিয়ন ইউরো মূল্যের ৬৩৭,৪৫৫ বর্গমিটার জমি দেবে। সার্বিয়ান স্টেট এইড কন্ট্রোল কমিশনের সিদ্ধান্ত অনুসারে দেশটির কর প্রশাসন হিসাব করেছিল যে, প্রতি বর্গমিটার জমির মূল্য পাঁচ ইউরো নির্ধারণের ভিত্তিতে, টয়োকে ২০২৩ সালের মধ্যে অনির্দিষ্টকালের জন্য ৫২৩ জন কর্মী নিয়োগ করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশে দীর্ঘদিন ধরে টয়ো টায়ার বাজারজাত করছে সনি র্যাংগস হিসাবে খ্যাত র্যাংগস লিমিটেড। এই টায়ার বিপণনে সারাদেশে তাদের বিস্তৃত ডিলার নেটওয়ার্ক রয়েছে।
Leave a Reply