1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নতুন প্রযুক্তিতে পরিবহন জগতে বিপ্লব আসছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

পরিবহন জগতে প্রযুক্তিতে বিপ্লব ঘটছে। নতুন নতুন প্রযুক্তি এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছে এই জগতকে। অসংখ্য উদ্ভাবনের মাধ্যমে পরিবহন জগত একটা নতুন আকার পাচ্ছে। এই বিপ্লবকে সামনের দিকে নিয়ে যাচ্ছে পাঁচটি নতুন সংযোজন।
ইন্টারনেট
বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করছে। কিন্তু ইন্টারনেট মানেই কেবল নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম নয়। পরিবহন জগতকেও দারুণভাবে প্রভাবিত করেছে ইন্টারনেট। বিভিন্ন নেটওয়ার্ক এই সেবাকে দিয়েছে ভিন্ন মাত্রা।
রুট প্ল্যানিং: যানবাহনে থাকা সেনসর জিপিএস ব্যবহার করে ট্র্যাফিক এড়িয়ে যেতে সাহায্য করছে। ড্রাইভারকে নির্দেশ করছে, কোন পথে অতি দ্রুত যাওয়া যাবে।
অ্যাকসিডেন্ট প্রতিরোধ: গাড়িতে থাকা সেনসর জিপিএসের মাধ্যমে গাড়িকে দুর্ঘটনার কবল থেকে বাঁচতে সাহায্য করে। সামনে কোনো বিপদ থাকলে এমনকি এই সেনসর ড্রাইভারের কমান্ড অমান্য করে নিজেই নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
নিরাপত্তা: সিট বেল্টে থাকা সেনসর ড্রাইভারের স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। ড্রাইভার যদি ড্রাইভিংয়ের অনুপযুক্ত বলে মনে করে সেনসর তবে গাড়ির ইঞ্জিন অটোমেটিক বন্ধ হয়ে যায়।

স্বয়ংক্রিয় গাড়ি
স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও এতদিন তা ছিল কল্পনা। তবে এটাকে এখন বাস্তবতায় নিয়ে আসছে গুগল এবং টেলসা। অবশ্য স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে এখনো মানুষের মধ্যে বেশ ভয় বিরাজমান। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রদেশে এই গাড়ির প্রতি আগ্রহ বাড়লেও এখনো তা জনপ্রিয় হতে পারছে না। তবে গবেষণা থেমে নেই। স্বয়ংক্রিয় গাড়িকে আরও উন্নততর হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছে তারা। সবদিক দিয়ে যেনো এই গাড়ি আরও নিরাপদ হয় তা নিয়ে চলছে জোর গবেষণা।

হালকা বস্তু দিয়ে গাড়ি তৈরি
গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নতুন গবেষণার কাজে হাত দিয়েছে। গাড়ির ওজন কমানোর চেষ্টা করছে তারা। গবেষণায় প্রমাণ মিলেছে গাড়ির ওজন ১০ শতাংশ কমানো গেলে তেলের খরচ ৬ শতাংশ কমানো সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় প্রমাণিত হয়েছে যদি দেশটির ২৫ শতাংশ গাড়ি হালকা বস্তু দিয়ে তৈরী হয় তবে ২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন গ্যালন গ্যাস কম খরচ হবে প্রতি বছর। বর্তমানে আয়রণ এবং স্টিল দিয়ে তৈরী হয় গাড়ি। গবেষণা চলছে, এই দুটি ধাতুর পরিবর্তে ম্যাগনেশিয়া-অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার কিভাবে ব্যবহার করা যায়। তবে এটা এখনো প্রাথমিক চিন্তা। কারণ, এই দুটি ধাতু অ্যাকসিডেন্টের ধকল কতোটা সহ্য করতে পারবে তাও দেখতে হবে।

রাইড সার্ভিস
উবার এরই মধ্যে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় রাইড সার্ভিস হয়ে উঠেছে। তাদের দেখাদেখি বিভিন্ন দেশে এমন সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশে যেমন পাঠাও বেশ জনপ্রিয় এখন। লিফট নামের প্রতিষ্ঠানটিও এখন অনেক জনপ্রিয়। অ্যাপ ভিত্তিক এই প্রতিষ্ঠানগুলো রেন্ট-এ কার কোম্পানির ব্যবসার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। যাত্রীদেরকে সরাসরি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে। স্বল্পমূল্যে যাত্রীরা ভালো মানের সেবা পাচ্ছেন।

হাইপার লুপ
প্রযুক্তির এক বড় অবদান হতে যাচ্ছে হাইপার লুপ। পুরো পরিবহন জগতকেই এলোমেলো করে দিয়েছে এই আবিষ্কার। এটাকে অনেকে টিউব রেল হিসেবেও জানেন। মূলত, টিউবকে বাতাসের চাপমুক্ত করে তার মধ্য দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করাকেই হাইপার লুপ বলা হচ্ছে। এতে বাতাসের বাধা প্রায় শূন্যের কোটায় থাকার কারণে ট্রেনের গতি হচ্ছে বিমানের চেয়েও বেশি। ধারণা করা হচ্ছে ঘন্টায় প্রায় ১২শত কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই হাইপার লুপ। ২০১২ সালে এই মডেল উপস্থাপন করেন এলন মুস্ক। অদূর ভবিষ্যতে এই হাইপার লুপ বিশে^র সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে পারে।

সূত্র: ওহাইও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনুদিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT