বিশ্বখ্যাত ব্রিজেস্টোন টায়ার ফ্রান্সে তাদের বেথুন প্লান্টটি বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। উত্পাদকরা বলেছেন, ব্যয় দক্ষতা উন্নত করতে এবং অত্যধিক উত্পাদন ক্ষমতা হ্রাস করতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। এই পদক্ষেপ বাস্তবায়ণ হলে তা ফ্যাক্টরীর ৮৬৩ কর্মচারীকে প্রভাবিত করবে। ব্রিজস্টোন কর্তৃপক্ষ বলেছেন, এই প্রকল্পের সামাজিক পরিণতি সম্পর্কে তারা পুরোপুরি সচেতন এবং প্রতিটি কর্মচারীর সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে ফ্রান্সে ব্রিজেস্টোনের প্লান্ট বন্ধ হবে। তবে ফ্রান্সে বিক্রয় ও খুচরা কার্যক্রমের মাধ্যমে ব্রিজেস্টনের উপস্থিতি অব্যাহত থাকবে। এতে বর্তমানে প্রায় ৩৫০০জন নিযুক্ত রয়েছে বলে সংস্থা জানিয়েছে। টায়ারপ্রেস।
টায়ার বাজারে বিশ্বের সমাদৃত ব্র্যান্ড ব্রিজেস্টোন বাংলাদেশে বাজারজাত করছে ইস্টার্ন মোটরস লিমিডেট। এটি উত্তরা মোটরসের সহযোগী প্রতিষ্ঠান, যার নেতৃত্বে রয়েছে মতিউর রহমান। তিনি ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশে বাজাজ ও ইসুজু বাইক ও কারের পরিবেশক।
Leave a Reply