দেশজুড়ে এলপিজি অটোগ্যাসের সরবরাহ ও সহজপ্রাপ্যতা নিশ্চিতে সম্প্রতি মেঘনা পেট্রোলিয়াম ও পেট্রোম্যাক্স এলপিজি অটোগ্যাস স্টেশন স্থাপন ও এলপিজি সরবরাহে চুক্তি করেছে। চুক্তির আওতায় পেট্রোম্যাক্স এলপিজি দেশজুড়ে অটো এলপিজির দ্রুত সরবরাহ ও সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে সক্ষম হবে। মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মীর সাইফুলল্গাহ-আল-খালেদ ও পেট্রোম্যাক্স এলপিজির পরিচালক নাফিস কামাল চুক্তিতে সই করেন। এ সময় পেট্রোম্যাক্স এলপিজির চিফ অপারেটিং অফিসার ফিরোজ আহমেদ, উপমহাব্যবস্থাপক ইয়াছিন আহমেদ ও ব্র্যান্ড ম্যানেজার আসমা আবদুলল্গাহ এবং মেঘনা পেট্রোলিয়ামের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, উপমহাব্যবস্থাপক মো. শাহিন রেজা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply