প্রসঙ্গত, ২০১৯ সালে ‘আন্তর্জাতিক নৌ দিবস’র নতুন নামকরণ করা হয় ‘বিশ্ব নৌ দিবস’। একই সঙ্গে দিবসটির শ্রেণি পরিবর্তনও করা হয়। এতে করে দিবসটির গুরুত্ব বাড়ে। উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে উদযাপিত হয় ‘আন্তর্জাতিক নৌ দিবস’, যা ‘বিশ্ব নৌ দিবস’ হিসেবে দেশে পালিত হচ্ছে।
‘বিশ্ব নৌ দিবস’ উপলক্ষে নৌযান সেক্টরের সকল পর্যায়ে কর্মী, কর্মকর্তা, নৌযান শ্রমিক, নাবিকসহ সকলকে পরিবহন জগত পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এই সেক্টরের সকল মানুষের ন্যায়সঙ্গত দাবি ও বঞ্চনার অংশীদার হতে চাই।
Leave a Reply