1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিবহন তিন বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড খুব শিগগিরই বাজারে আসছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমটি কনসার্টো জাহাজে বাংলাদেশী নাবিকের মৃত্যুর তদন্ত দাবি

শিপিং করপোরেশনে অর্থ সংকট : চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

ফসিহ উদ্দীন মাহতাব
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
Bangladesh Shipping Corporation

শিপিং করপোরেশনকে কার্যকর সংস্থায় পরিণত করতে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগ

নিজস্ব অর্থায়নে জাহাজ কেনার জন্য তহবিল গড়ে তুলতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। খুঁড়িয়ে খুঁড়িয়ে পরিচালিত হচ্ছে সংস্থাটি। এমন প্রেক্ষাপটে আর্থিক সংকট দূর করে বিএসসিকে কার্যকর সংস্থায় পরিণত করার উদ্যোগ নিয়েছে নৌ মন্ত্রণালয়। সম্প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিএসসির পরিচালনা পর্ষদের সভা হয়। এ সভার কার্যপত্র থেকে জানা গেছে, চলমান ছয়টি জাহাজের মধ্যে তিনটি বাল্ক্ক ক্যারিয়ার বিএসসির বহরে যুক্ত হয়েছে। যার প্রতিটির ধারণক্ষমতা ৩৯ হাজার মেট্রিক টন। বাকি তিনটি অয়েল ট্যাঙ্কারের ধারণ ক্ষমতাও ৩৯ হাজার মেট্রিক টন।

এ ছাড়া নতুন যে ছয়টি জাহাজ সংগ্রহ করা হবে সেগুলোর মধ্যে দুটি মাদার ট্যাঙ্কার, যেগুলোর প্রতিটির ধারণ ক্ষমতা এক লাখ থেকে এক লাখ ২৫ হাজার মেট্রিক টন, দুটি ৮০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার ও দুটি ৮০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার বাল্ক্ক ক্যারিয়ার।
বিএসসির প্রতিকূলতা ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক জাহাজ শিল্পে বাংলাদেশের জন্য কেবল চীন ছাড়া অন্য কোনো দেশের ঋণ প্রাপ্তির বিষয়টি অত্যন্ত সীমিত। এই সীমিত পরিস্থিতির মধ্যে সম্প্রতি চীনের ঋণ প্রাপ্তির বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে সীমিত দরপত্রের নীতিমালা জারি করায় সার্বিক বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। এ নীতিমালার কারণে ঋণ প্রাপ্তিসহ সামগ্রিক কার্যক্রম সম্পাদন কঠিন। তাই জাহাজ কেনার জন্য এডিপির তহবিল থেকে কোনো ঋণ মেলে না। জিওবির অর্থায়নে ভরসা হলেও ২০১৭ সালের ১৯ জানুয়ারি ১০টি বাল্ক্ক ক্যারিয়ার (প্রতিটি ১০০০০-১৫০০০ ডিডব্লিউটি) কেনার প্রস্তাব মন্ত্রণালয়ের পাঠানো হলেও এখনও কোনো তহবিল মেলেনি।
এদিকে সরকারি প্রতিষ্ঠান এফওবি পদ্ধতিতে পণ্য আমদানি করলেও সমুদ্রপথে পরিবহনের জন্য নিজস্ব উদ্যোগে জাহাজ ভাড়া করে থাকে। এই ভাড়া বিএসসি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি হওয়ার পরও প্রতিষ্ঠানটি সমুদ্রপথে সরকারি পণ্য পরিবহন থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে বিদেশি জাহাজ মালিকরা এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে।
বিএসসির বহরে যেসব জাহাজ চলাচল করে সেগুলোতে প্রায়ই অতি জরুরি যন্ত্রাংশ সংযোজন করতে হয়। কিন্তু পিপিআর অনুসরণ করে যন্ত্রাংশ সরবরাহ করা সংস্থাটির জন্য কষ্টসাধ্য। কারণ জাহাজ খুব সীমিত সময়ের জন্য বন্দরে অবস্থান করে। এ ছাড়া সিআইএফ পদ্ধতি ব্যবহারের ফলে বিপিসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা সম্ভব হচ্ছে না।
বিএসসিতে ১৯৯১ সাল থেকে নতুন করে কোনো জাহাজ কেনা হয়নি। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর বিএসসিতে নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত আর বাস্তবায়ন হয়নি। দ্বিতীয় দফায় আওয়ামী লীগ সরকার গঠনের পর এই সংস্থাটির উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়। আরও ২৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ছয়টি জাহাজ সংগ্রহের সরকারি অনুমোদন মিলেছে। বাকি ২০টি সংগ্রহের জন্যও পরিকল্পনা  করছে বিএসসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT