সময়ের চেয়ে জীবন মূল্যবান। সড়ক দুর্ঘটনায় অকালে মূল্যবান জীবন ঝরে যাক তা কেউ চায় না। তাই সড়ককে নিরাপদ করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ২৬ সেপ্টেম্বর দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে গাড়ি চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে এবং নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সহযোগিতায় কর্ণফুলী উপজেলার ইছানগর ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি মিলনায়তনে আয়োজিত ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক ও নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি মো. হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (দক্ষিণ) সুলতান মোহাম্মাদ আলী খান, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (অপারেশন) আবেদুল বারী, জিএম (প্ল্যান্ট) গোলাম মোস্তফা, ডিজিএম (মার্কেটিং এন্ড সেলস) আব্দুর রহিম, নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম) পুর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এজিএম মো. কামরুজ্জামান, এজিএম মো. শরীফুল ইসলাম চৌধুরী, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট) দীপ্তিমান দাশ, লজিস্টিক বিভাগের সিনিয়র ম্যানেজার কাজী শাহে এমরান, সিনিয়র ম্যানেজার মোরশেদুল আলম, ম্যানেজার শামসুল আলম, টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আমান উল্লাহ চৌধুরী। কর্মশালায় পাঁচ শতাধিক গাড়ি চালক অংশগ্রহণ করেন এবং ফ্যাক্টরি এলাকার আশেপাশের রাস্তায় বৃক্ষের চারাগাছ রোপণ করা হয়। বিজ্ঞপ্তি
Leave a Reply