আগামী বছরের পবিত্র হজ পালনে কমছে সময়, বাড়ছে খরচ। বৈশ্বিক করোনা মহামারীতে চলতি বছর সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়েছে। কেবল সৌদি আরবে বসবাসরত প্রায় এক হাজার মুসল্লি এ সুযোগ পান। সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির মতো বাংলাদেশেরও ৬৪ হাজারের বেশি হজযাত্রী নিবন্ধন করেও শেষ পর্যন্ত যেতে পারেননি। তবে ২০২০ সালের নিবন্ধনকারীরা আগামী বছর (২০২১ সালে অনুষ্ঠিতব্য) হজ পালনে অগ্রাধিকার পাবেন। গতকাল সৌদি সরকারের ওমরা এবং হজ বিষয়ক উপমন্ত্রী শেখ আবদুল্লাহ বিনতে গালফ নিউজের সঙ্গে আলাপকালে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ২০২১ সালের হজ পালনে এক মাসের স্থলে ১২ থেকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ হতে পারে। এ ছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, আবাসনের ক্ষেত্রে এক কক্ষে চারজনের স্থলে দুজন থাকার নির্দেশনা আসছে। ফলে ব্যয় কিছুটা বাড়তে পারে। এ ছাড়া ৭২ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ থেকে যারা হজ পালনের জন্য টাকা জমা দিয়েছিলেন সরকার তাদের টাকা তুলে নেওয়ার সুযোগ দিলেও অনেকে তুলে নেননি। সরকারি-বেসরকারি
Leave a Reply