1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

হৃৎপিণ্ড সুস্থ রাখবে ইতিবাচক জীবনধারা

ডা. আতাহার আলী   
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

বিশ্ব হার্ট দিবস আজ

সুস্থ হৃৎপিণ্ড সুস্থ জীবনের জন্য অপরিহার্য বিষয়। গত কয়েক দশকে চারপাশের সামগ্রিক রূপান্তর আমাদের জীবনধারায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। আর এই রূপান্তরের সঙ্গে মানিয়ে নিচ্ছে মানুষের শরীর। এটাই আমাদের শরীরের আশ্চর্যজনক বিষয়। তবে এ ক্ষেত্রে এটাও বিবেচনায় আনতে হবে যে স্বাস্থ্যগত বিষয়ে অনিয়ম হৃদ্যন্ত্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্য মতে, প্রতিবছর হৃদেরাগে আক্রান্ত হয়ে আনুমানিক ১৭.৯ মিলিয়ন মানুষ মারা যায়, যা বর্তমানে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। হৃদেরাগে মৃত্যুর সংখ্যা মোট মৃত্যুসংখ্যার ৩১ শতাংশ। এই পরিস্থিতিতে এ বিষয়ে আমাদের সচেতন হওয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখনই উপযুক্ত সময়।

যখন আমাদের হৃত্প্রকোষ্ঠ কিংবা পাম্পিং চেম্বার দুর্বল কিংবা অনমনীয় হয়ে যায় তখন হৃত্স্পন্দন সমভাবে কাজ করতে পারে না। অনিয়মিত হৃত্স্পন্দনের সময় শরীর সচল রাখতে প্রয়োজনীয় রক্ত চলাচলে স্বাভাবিকতা বজায় থাকে না। এ সময় হৃৎপিণ্ড প্রাথমিকভাবে নিজেকে প্রসারিত করার চেষ্টা করে, যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। পেশিকে আরো শক্তিশালীভাবে প্রসারণের লক্ষ্যে হৃৎপিণ্ড গড় কম্পনের হার দ্রুত সচল রাখার চেষ্টা করে। প্রাথমিকভাবে হৃৎপিণ্ড এভাবেই প্রতিক্রিয়া জানায়।

একটি সমস্যাপূর্ণ হৃৎপিণ্ডে খুব দ্রুত নেতিবাচক লক্ষণ দেখা যায়। এর মধ্যে রয়েছে—অল্প কাজেই শ্বাস নিতে সমস্যা হয়, অবসাদ লাগে, পা ও গোড়ালি ফুলে যায়, ধারাবাহিকভাবে রক্তসহ কফ, পেট ফুলে যাওয়া, ক্ষুধামান্দ্য এবং রাতের বেলায় প্রস্রাবের বেগ পাওয়া। হৃৎপিণ্ড কম কাজ করার প্রাথমিক লক্ষণ এগুলো। হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, মায়োকার্ডাইটিস কিংবা ভাল্ভ দুর্বল, কার্ডিওমায়োপ্যাথি কিংবা হার্টের পেশি নষ্ট হওয়া এবং বিভিন্ন ধরনের কার্ডিওভাসকুলার জটিলতা হার্টের সমস্যার প্রাথমিক ভিত্তি। এ ছাড়া দীর্ঘমেয়াদি ডায়াবেটিস সমস্যা, নিদ্রাহীনতা, স্থূলতা এবং ধূমপান ও অ্যালকোহল গ্রহণ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার অন্যতম কারণ। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হলে হৃৎপিণ্ডের ডান ও বাঁ পাশ কিংবা উভয় পাশই ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটিরই ক্ষতিকর দিক রয়েছে এবং একইভাবে এগুলো মারাত্মক। সমস্যা জর্জরিত হৃৎপিণ্ড মানুষের লিভার বা কিডনি নষ্ট করে দিতে পারে। ফলে ডায়ালিসিস করানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

সুস্থ জীবনধারাই মানুষকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া থেকে রক্ষা করতে পারে। প্রতিনিয়ত শরীরচর্চা, স্বাস্থ্যকর ডায়েট, সেই সঙ্গে ধূমপান কিংবা অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকা এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকাই আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখার আদর্শ পন্থা। যাঁরা এরই মধ্যে হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এই সমস্যার সমাধানে কার্ডিয়াক সিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি) বেশ কার্যকর উপায়।

আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে ইলেকট্রিক্যাল সংকেত পাঠানোর জন্য সিআরটি পদ্ধতির আওতায় বাইভেনট্রিকুলার পেসমেকার ব্যবহার করা হয়। ভেনট্রিকুলার কন্ট্রাকশন নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষভাবে সংকেতগুলো পরিচালনা করে। কার্ডিওভার্টার ডিফাইব্রিলেটরস ইলেকট্রিক্যাল শকের মাধ্যমে অস্বাভাবিক হৃত্স্পন্দনকে স্বাভাবিকতায় নিয়ে আসে।

সিআরটি হার্টের সমস্যা রয়েছে এমন সবার জন্য প্রযোজ্য নয়। যাদের মৃদু উপসর্গ কিংবা ডায়াস্টোলিক হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য এ চিকিৎসা পদ্ধতি প্রযোজ্য নয়। সর্বোপরি প্রতিটি প্রযুক্তিভিত্তিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই আমাদের জীবনের শুরুর দিনগুলো থেকেই জটিল চিকিৎসা পদ্ধতি এড়াতে ইতিবাচক মনোভঙ্গি নিয়ে জীবন পরিচালনা করা উচিত।

লেখক : অধ্যাপক ও ইলেকট্রোফিজিওলজি অ্যান্ড হার্ট ফেইলিওর স্পেশালিস্ট, এভারকেয়ার হাসপাতাল||

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT