মঙ্গলবার সরেজমিনে জানা গেছে, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা অসাধু এক শ্রেণির কর্মীর যোগসাজশে প্রতিদিন স্টেশন এলাকায় হকারদের বিভিন্ন পণ্য বেচাকেনার হাট বসে। স্টেশনের পশ্চিম ও পূর্বপাশের কার পার্কিং, লেভেল ক্রসিং এলাকাসহ বিভিন্ন স্থানে হকারদের বিভিন্ন পণ্য বেচাকেনার দোকান। এতে শতাধিক হকারের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা পান নিরাপত্তা বাহিনী (আরএনবি ও জিআরপি) ও স্টেশন কর্মীরা। এমন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
তবে এ অভিযোগ অস্বীকার করেন কর্মীরা। এ ব্যপারে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আরএনবির প্রধান পরিদর্শক মো. ফিরোজ আহমেদ বলেন, হকারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply