গতকাল বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। সম্প্রতি বেবিচক এক সার্কুলারে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগাম সতর্কতা হিসেবে উড়োজাহাজের ইকোনমি ক্লাসের শেষের সারি ও বিজনেস ক্লাসের কমপক্ষে একটি সিট (কোনো বিশেষ কারণ ছাড়া) কভিড-১৯ সন্দেহভাজন রোগীদের জন্য খালি রাখতে হবে।
গত ১২ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রেও আরোপ করা বিধিনিষেধে কিছুটা পরিবর্তন এনেছিল বেবিচক। কভিড-১৯-পরবর্তী সময়ে যখন প্রথম ফ্লাইট চালু হয়, তখন এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। সেই নির্দেশনা পরিবর্তন করে সব সিটেই পাশাপাশি যাত্রী বসার অনুমতি দেওয়া হয়।
Leave a Reply